বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
লোকসভা নির্বাচনের নিঘন্ট বেজে উঠেছে।আর হাতে মাত্র কিছুদিন।তাই প্রচারে নেমে পড়েছে ডান থেকে শুরু করে বাম সব দলই।শনিবার সাত সকালেই ভোট প্রচারে বেরিয়ে পড়লেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সমন পাঠক।এদিন তিনি শিলিগুড়ি সংলগ্ন দাগাপুর এবং মোহর গাও গুলমা চা বাগান এলাকায় ভোট প্রচারে যান।
আরও পড়ুনঃ ভোটারদের ভোটদানে সচেতন করতে ট্যাবলো প্রচারের উদ্বোধন
এরপর সেখানে গিয়ে চা বাগান এলাকার শ্রমিক লাইন এবং চা বাগানে কর্মরত শ্রমিকদের সাথে কথা বললেন সমন।এর পাশাপাশি হাতজোড় করে আশীর্বাদ চাইলেন।অপরদিকে জয়লাভ করলে সমস্যা দূর এর আশ্বাস তিনি।এরপর তিনি আরও বলেন যে আমরা ৩৬৫ দিন লড়াইয়ে থাকি।
২০১৪ থেকে চা বাগানের লড়াই,জমির জন্য লড়াই,কৃষকদের লড়াই এবং সব লড়াইয়ে আমরা প্রতিনিয়ত সাধারণ মানুষের সাথে আছি।আর যারা ভোটের সময় এসে অনেক বিভিন্ন প্রতিশ্রুতি দেন।মানুষের মিথ্যা প্রচার করে সেইটা নিয়ে তাদের রাজনীতি। আর আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিইনা।আমরাও চাই পাহাড়ের সমস্যার একটা স্থায়ী সমাধান হোক।আর আমরা আশাবাদী থেকে সাধারণ মানুষ আমাদের ভোট দিবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584