নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
আদিবাসী সংরক্ষিত ঝাড়গ্রাম কেন্দ্রে আদিবাসী ভোট টানতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝী পারগানা মহলের নেতা রবীন টুডুর স্ত্রীকে প্রার্থী করার পর আদিবাসী সংগঠনে বিভাজন দেখা দিয়েছে।সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে বিরোধীরা।তাই আদিবাসী ভোটারদের মনজয় করতে অলচিকি হরফে দেওয়াল লিখনে জোর দিচ্ছে তৃণমূল।
ইতিমধ্যে জেলার বিভিন্ন জায়গায় অলচিকি হরফে দেওয়াল লিখনের কাজ চলছে।নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু নিজের বিধানসভা কেন্দ্রে নিজে দেওয়াল লিখনের কাজ করছেন। গোপীবল্লভপুর এলাকায় বিধায়ক ছাড়াও ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি শঙ্করপ্রসাদ হাঁসদা।বিধায়ক দুলালবাবু বলেন,আদিবাসী মানুষদের আমাদের সরকার যা করেছেন,বিগত দিনে কোন সরকার তা করেনি।
আরও পড়ুনঃ নির্বাচন বিধি সচেতনতা প্রচারে অলচিকি হরফে হেডিং
আমাদের সরকার সব সময় আদিবাসী মানুষের পাশে রয়েছেন। দেওয়াল লিখনের মাধ্যমে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ছে,ভোটের প্রচারও হচ্ছে।
তবে,অন্যদিকে বিজেপি, কংগ্রেস, সিপিএম অলচিকি হরফে দেওয়াল লিখন শুরু করেছে।তবে অলচিকিতে দেওয়াল লিখনে এগিয়ে রয়েছে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584