বিতর্কিত নির্বাচনী গান বাজিয়ে ভোট প্রচারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
58

সুদীপ পাল,বর্ধমানঃ

election promotion with Playing Controversial song
নিজস্ব চিত্র

বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে বিতর্কিত গান বাজিয়ে আসানসোলে প্রচার করার অভিযোগ উঠল। প্রসঙ্গত উল্লেখ্য, ভোটে বিজেপির প্রচারের জন্য বাবুল সুপ্রিয় একটি গানের রেকর্ডিং করেছিলেন। তৃণমূলের পক্ষ থেকে এই গানটি সম্পর্কে কমিশনে অভিযোগ দায়ের করা হয়। নির্বাচন কমিশন গানটি নিয়ে মতামত প্রকাশ করেছিল। গানের বেশকিছু শব্দ বাদ দিতে বলে। ওই শব্দগুলি বাদ না দিলে গান বাজানোর অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়।

কিন্তু এদিন বাবুলের সভায় দেখা গেল গানটি হুবহু বাজানো হলো। কমিশনের যে নির্দেশ তা মানা হলো না। তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারি কটাক্ষ করে বলেন, এখন ওদের বিদায়ী গায়ক সংসদ সদস্যর অন্য গান কেউ শুনতে চাইছেন না। তাই বিতর্ক সৃষ্টি করে নজরে থাকতে চাইছেন।

আরও পড়ুনঃ ‘আমাদের কাছে খবর চলে আসবে….’ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থী ভারতী ঘোষের

তৃণমূলের অন্যান্য নেতারা বলছেন, এটাই বিজেপির বৈশিষ্ট্য তারা কোন রকম নিয়মের তোয়াক্কা করে না। যদিও বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, প্রার্থী নিজের গাওয়া গান বাজিয়েছেন। তাতে অন্যায় কোথায়?
বিজেপির দাবি, রোড-শো শেষে কুলটিতে ১২০ জন মহিলা তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছেন। যদিও তৃণমূল তা মানতে নারাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here