তারকা প্রার্থীদের খেলার ফলাফল

0
442

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

২০২১-এর বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থী সমাবেশ ছিল দেখার মতো। প্রচারে রীতিমতো কাল ঘাম ছুটিয়েছেন তাঁরা। মানুষের পাশে দাঁড়াতে চেয়েই রাজনৈতিক রঙ্গমঞ্চে আসা বলেও বয়ান দিয়েছেন অনেকে। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কে কোথায় জয়ী আর কে কোথায় পরাস্ত।

lovely maitra | newsfront.co

sayani  | newsfront.co

ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী- অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী-অভিনেত্রী জুন মালিয়া।

rudranil ghosh | newsfront.co

actress sayani | newsfront.co

চণ্ডিপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী।সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেত্রী অঞ্জনা বসুকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল জয়ী।

hiran chatterjee | newsfront.co

তিনি হারিয়েছেন তৃণমূল প্রার্থী-অভিনেত্রী সায়নী ঘোষকে।বারাসাত কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী। উত্তরপাড়া থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক ও।বেহালা পূর্ব-পশ্চিমের দুই বিজেপি প্রার্থী-অভিনেত্রী পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় দুজনেই পরাস্ত।

anjana basu | newsfront.co

শ্যামপুর কেন্দ্রে হেরেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে পরাস্ত অভিনেতা যশ দাশগুপ্ত। ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে হেরেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বরানগর বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র।

 

 

 

 

 

 

আরও পড়ুনঃ নন্দীগ্রামে গণনায় কারচুপির অভিযোগ মমতার

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন সংযুক্ত মোর্চা প্রার্থী দেবদূত ঘোষ এবং বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী গায়িকা অদিতি মুন্সী। বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here