রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
ভারতের নির্বাচন কমিশন ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী আগামীকাল সকাল সাতটা থেকে তৃতীয় দফায় মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের মধ্যে দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।জঙ্গীপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পাশাপাশি মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে যে অংশ মুর্শিদাবাদে পড়ে সেটিতেও আগামীকাল নির্বাচন।

নির্বাচন উপলক্ষে আজ সকাল থেকেই ডিসিআরসি থেকে ভোটকর্মীরা ভোটসামগ্রী গ্রহণ করে ভোটগ্রহণ কেন্দ্রের পথে রওনা দেওয়া শুরু করেছেন।
দুই লোকসভা কেন্দ্রের মধ্যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৬১২৭৭৫ জনের মধ্যে পুরুষ ভোটার ৮২৩৫৩৮,মহিলা ভোটার ৭৮৯১৯৪,অনান্য ৪৩ জন।

অপরদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মোট ভোটার ১৭২১৯৩২,তার মধ্যে পুরুষ ভোটার ৮৮১৮২৪ এবং মহিলা ভোটার ৮৪০০৭৯ ও অনান্য ২৯ জন।

মালদহ দক্ষিন লোকসভা কেন্দ্রের যে অংশ মুর্শিদাবাদ জেলায় আছে সেখানে মোট ভোটার ৪২৮৮৯৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ২১৪২২৬ এবং মহিলা ভোটার ২১৪৬৬২ ও অনান্য ১০ জন।

সামগ্রিক ভাবে মুর্শিদাবাদ জেলায় আগামীকাল মোট ৫১৫৩৮৩৭ জন ভোটার,যার মধ্যে ২৬৩১৭২১ জন পুরুষ এবং ২৫২২০০০ জন মহিলা এবং ১১৬ জন অনান্য ভোটার ভোট দান করবেন।

জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ভোট গ্রহণকেন্দ্র ১৭৬২ ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণকেন্দ্র ১৯০৭,দক্ষিন মালদা ৪৫৪।

মালদহ দক্ষিণ নিয়ে তিনটি লোকসভা কেন্দ্রে প্রার্থী সংখ্যা হল ৩২ জন যার মধ্যে মালদা দক্ষিণ পুরুষ ৯ মহিলা ১, জঙ্গীপুর পুরুষ ১০ মহিলা১,মুর্শিদাবাদ পুরুষ ১১ মহিলা নেই।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের তিন থানার আধিকারিক সহ সাত পুলিশ অফিসারকে দায়িত্ব থেকে সরে যাওয়ার নির্দেশ কমিশনের
জেলায় মোট শারীরিক প্রতিবন্ধী ভোটারের সংখ্যা ৬১১৩২,গর্ভবতী মহিলা ভোটার সংখ্যা ২১৮৩৯, দুগ্ধ দাত্রী মা ভোটারের সংখ্যা ২১৫০৯ জন,পরিযায়ী শ্রমিক ভোটারের সংখ্যা ১১১৭৩৮ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584