প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস থাকলেও ত্রিমুখী লড়াইয়ে টানটান ভোটযুদ্ধ বর্ধমান দুর্গাপুর কেন্দ্র

0
103

সুদীপ পাল,বর্ধমানঃ

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোট আগামীকাল। শেষ হাসি কে হাসবে তা নিয়ে চিন্তিত সবাই।তবে তৃণমূলের কর্মী সমর্থকরা বলছেন পাল্লা ভারী তাঁদের দিকেই।এসএস আলুওয়ালিয়াকে প্রার্থী করার পর বিজেপির প্রচারে গতি এসেছিল।যদিও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেন, দার্জিলিংকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করার যে অপচেষ্টা হয়েছিল তার মদতদাতা ছিলেন এই বিজেপি প্রার্থী। জেলা সভাপতির এই মন্তব্য ফুটে উঠেছে দেওয়াল লিখনে।

Election war at burdwan durgapur center
তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।নিজস্ব চিত্র

বিজেপি প্রার্থীকে নিয়ে তৃণমূল দেওয়াল লিখনে লিখেছে, ‘হাতে কালি,মুখে কালি, দার্জিলিং থেকে পালিয়ে এলি।’আলুওয়ালিয়া অবশ্য নিজেকে বর্ধমানের ভূমিপুত্র দাবি করেছেন।তবে সিপিএমের জেলা নেতা অপূর্ব চট্টোপাধ্যায় বলেন,যাঁরা আমাদের ছেড়ে গিয়েছিলেন, তাঁরা ফিরছেন।তৃণমূলের তাণ্ডবে বীতশ্রদ্ধ হয়েছে মানুষ।

এই কেন্দ্রে গতবার বিজেপির ভোট ছিল ২লক্ষ ৩৭ হাজারের মতো।আর সিপিএম ৪লক্ষ ৪৭ হাজার ভোট পেয়েছিল তবে তৃণমূলের কাছে লক্ষাধিক ভোটে হেরেছিল বামেরা।এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সঙ্ঘমিতা দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন সাতটি বিধানসভা আসনের মধ্যে দুর্গাপুরের দু’টি আসন ২০১৬ সালের নির্বাচনে তৃণমূলের হাতছাড়া হয়েছিল।তারমধ্যে দুর্গাপুর পূর্ব আসনটি সিপিএমের দখলে।অনেকেই মনে করছেন,দুর্গাপুর শিল্পাঞ্চলে মূল লড়াইটা হবে তৃণমূল এবং সিপিএমের মধ্যে।তবে বেশ কিছু গ্রামীণ এলাকায় ভোটের লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যে হবে বলেই মত।সিপিএম এই কেন্দ্রে আভাস রায়চৌধুরীকে প্রার্থী করেছে।

আরও পড়ুনঃ ভোট গ্রহণ কেন্দ্রের পথে কর্মীরা, বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন পরিসংখ্যান

মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারেন, তাহলে এই কেন্দ্রে বামেদের জয় কেউ ঠেকাতে পারবে না বলেই মনে করছেন বাম কর্মী সমর্থকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here