বাড়ির আঙিনায় প্রশাসনের অভয় বাণীতে ভরসা জাগছে ভোটারদের

0
122

সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ

Election word support to new voter
দুয়ারে যখন অভয় বার্তা নিয়ে প্রশাসন।নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত জলঙ্গী ব্লকের বিভিন্ন এলাকায় ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক সন্দীপ সেনের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হয়।পুলিশ প্রশাসনের সঙ্গে এই রুট মার্চে অংশগ্রহণ করেন ব্লক প্রশাসন।এছাড়াও উপস্থিত ছিলেন জলঙ্গী থানার পুলিশ আধিকারিক বিপ্লব কর্মকার।

Election word support to new voter
সাথে থাকার বার্তা।নিজস্ব চিত্র
Election word support to new voter
সঙ্গে প্রশাসন।নিজস্ব চিত্র

ভোটারদের ভয় মুক্ত হয়ে নিজেদের ভোট দিতে উৎসাহিত করেন মহকুমা পুলিশ আধিকারিক তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন।কোন ভয় বা প্রলোভনের দ্বারা ভোট দিতে নিষেধ করেন।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে নির্বাচন কমিশনের উদ্যোগে মূক-বধির ভোটারদের সচেতনতা কর্মসূচি

Election word support to new voter
রুট মার্চ।নিজস্ব চিত্র

একই সাথে তিনি জানান যে,এই ধরনের কোন অভিযোগ থাকলে সরাসরি প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য।সাধারণ ভোটারারাও প্রশাসনের এই উদ্যোগে খুশি।একই সাথে নির্ভয়ে ভোট দিতে প্রশাসনকে বাড়ির আঙিনায় পেয়ে ভরসা পাচ্ছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই উৎসব ঘিরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here