সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত জলঙ্গী ব্লকের বিভিন্ন এলাকায় ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক সন্দীপ সেনের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হয়।পুলিশ প্রশাসনের সঙ্গে এই রুট মার্চে অংশগ্রহণ করেন ব্লক প্রশাসন।এছাড়াও উপস্থিত ছিলেন জলঙ্গী থানার পুলিশ আধিকারিক বিপ্লব কর্মকার।
ভোটারদের ভয় মুক্ত হয়ে নিজেদের ভোট দিতে উৎসাহিত করেন মহকুমা পুলিশ আধিকারিক তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন।কোন ভয় বা প্রলোভনের দ্বারা ভোট দিতে নিষেধ করেন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে নির্বাচন কমিশনের উদ্যোগে মূক-বধির ভোটারদের সচেতনতা কর্মসূচি
একই সাথে তিনি জানান যে,এই ধরনের কোন অভিযোগ থাকলে সরাসরি প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য।সাধারণ ভোটারারাও প্রশাসনের এই উদ্যোগে খুশি।একই সাথে নির্ভয়ে ভোট দিতে প্রশাসনকে বাড়ির আঙিনায় পেয়ে ভরসা পাচ্ছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই উৎসব ঘিরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584