নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে মাত্র গতমাসে অর্থাৎ জানুয়ারি মাসে ইলেক্টোরাল বন্ড বিক্রি হয়েছে হয়েছে ১২১৩ কোটি টাকার, এবং তা শুধু এসবিআই থেকেই। তার মধ্যে ৭৮৪.৮৪ কোটি টাকার বন্ড ভাঙ্গানো হয়েছে এসবিআই নিউ দিল্লি শাখা থেকে। এসবিআই মুম্বাই শাখা থেকে ইলেক্টোরাল বন্ড বিক্রি হয়েছে সবচেয়ে বেশি টাকার, ৪৮৯.৬ কোটি টাকার। চলতি সপ্তাহে একটি আরটিআই এর উত্তরে এই তথ্য দিয়েছে স্টেট ব্যাঙ্ক এবং বেশিরভাগ টাকার ক্ষেত্রেই একটি জাতীয় দলের দিকে ইঙ্গিত করা হয়েছে। জাতীয় স্তরের সংবাদ মাধ্যম ‘দ্য হিন্দু’ র একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এই তথ্য।
আরটিআই অ্যাক্টিভিস্ট কানহাইয়া কুমারের প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছে এসবিআই। এমনকি এও জানিয়েছে এসবিআই ২০১৮ সালে ইলেক্টোরাল বন্ড স্কিম চালু হওয়ার পর থেকে এই প্রথমবার এত বড় অঙ্কের বন্ড বিক্রি হয়েছে। উল্লেখ্য, ৮ জানুয়ারি উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মনিপুর ও উত্তরাখন্ডে নির্বাচন ঘোষণা হয়। এবং ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যেই সবথেকে বেশি অঙ্কের বন্ড বিক্রি হয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে যে পরিমাণ বন্ড বিক্রি হয় এবার অঙ্ক টা প্রায় তার দ্বিগুন। ২০২১ এপ্রিলে বিধানসভা নির্বাচনের আগে ইলেক্টোরাল বন্ড বিল্রি হয়েছিল ৬৯৫ কোটি টাকার।
আরও পড়ুনঃ প্রচার সেরে ফেরার পথে AIMIM নেতা ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার ১
আরটিআই-এর উত্তরে এসবিআই জানিয়েছে যে, সবথেকে বেশি টাকার নির্বাচনী বন্ড ভাঙ্গানো হয়েছে ২২৭ কোটি টাকার, এরপরেই স্থান কলকাতার-সেখান থেকে ভাঙ্গানো হয়েছে ২২৪ কোটি টাকার, চেন্নাই থেকে ১০০ কোটি টাকার। এছাড়া নির্বাচনমুখী রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশের লখনোউ থেকে বন্ড ভাঙ্গানোর পরিমাণ সর্বোচ্চ ৩.২১ কোটি টাকা, চন্ডীগড়ে ৫০ লক্ষ টাকা ও গোয়া তে ৯০ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ বিচারবিভাগ, নির্বাচন কমিশন ও পেগাসাস- মোদী সরকারের অস্ত্রঃ সংসদে বিস্ফোরক রাহুল গান্ধী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584