মনিরুল হক, কোচবিহারঃ
হলদিবাড়ি পুর-মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
এদিনের এই অনুষ্ঠানে উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান, অতিরিক্ত জেলা শাসক জ্যোতির্ময় তাঁতি, মেখলিগঞ্জের মহকুমা শাসক রামকুমার তামাং, পুরসভার প্রশাসক সঞ্জয় পন্ডিত, কোচবিহার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গোপাল রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি নূপুর বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম চৌধুরী, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মদন সরকার প্রমুখ।
আরও পড়ুনঃ কর্তব্যরত পুলিশ কর্মীদের আত্মহত্যা কমাতে ‘মানসিক সুস্থতা কেন্দ্র’র উদ্বোধন বীরভূমে
এদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, হলদিবাড়ি পুরসভার পুর নাগরিকদের জন্য দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন রাঙ্গাপানী মহা শ্মশানে বিদ্যুৎ চুল্লির স্থাপন করা হল। বিদ্যুৎ সংযোগ, চুল্লির যন্ত্রাংশ ও অন্যান্য খরচ বাবদ প্রায় ৪ কোটি ৫৯ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় হয় বলে জানানো হয়েছে। এখানে এক সঙ্গে দুই শব দাহের জন্য চুল্লিটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই চুল্লিটির দ্বায়িত্ব পুর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিন তিনি আরও জানান, আগামী ২০ জুলাই থেকে এই চুল্লিতে শবদাহ করা হবে। একটি শবদাহ করতে প্রায় ৪০ মিনিট সময় লাগবে এবং একসাথে দুটি দেহ শবদাহ করা যাবে বলে তিনি জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584