নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
প্রাপ্য সুযোগ সুবিধা না পেয়ে বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদার সংস্থার কর্মীরা।
অবরোধকারীদের দাবি একটি ঠিকাদার সংস্থার হয়ে গত ২০১১ সাল থেকে মেজিয়া তাপ বিদ্যুত কেন্দ্রে মেনটেনেন্সের কাজ করে আসছেন প্রায় ৪০০ জন শ্রমিক। সম্প্রতি ওই কাজে যুক্ত হয় নতুন একটি ঠিকাদার সংস্থা।
আরও পড়ুনঃ বর্ধমান স্টেশনের বিপজ্জনক অংশ ভাঙার কাজ শুরু
পুরানো সংস্থার শ্রমিকদের কাজে পুনর্বহাল রাখলেও সেই শ্রমিকদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে প্রাপ্য সুযোগ চাই এই দাবিতে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ওই ঠিকা শ্রমিকরা।
পরে মেজিয়া তাপ বিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ আন্দোলনকারীদের এক নম্বর গেট থেকে সরিয়ে দিলে এক মেজিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের এক নম্বর গেটের সামনে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনকারীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584