নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্য মঞ্চর পক্ষ থেকে কলকাতায় বিদ্যুৎ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলাকালীন কলকাতা বিধাননগর থানার পুলিশ লাঠিচার্জ করেন। এর প্রতিবাদে এদিন ধিক্কার মিছিল করল রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্য মঞ্চের বিধাননগর কাস্টমার কেয়ার সেন্টারের অস্থায়ী কর্মীরা।
এদিন মিছিলটি শুরু হয় শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর কাস্টোমার কেয়ার সেন্টারের সামনে থেকে। এরপর মিছিলটি জগন্নাথপুর হয়ে বিধাননগর বাজার পরিক্রমা করে শেষ হয় বিধাননগর কাস্টোমার কেয়ার সেন্টারের সামনে গিয়ে।
এই বিষয়ে বিধাননগর কাস্টোমার কেয়ারের সিএফও বিশ্বজিৎ বোস বলেন যে, চলতি মাসের ২২ তারিখে বিদ্যুৎ ভবনের সামনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্য মঞ্চ পক্ষ থেকে কলকাতায় শান্তি পূর্ণ অবস্থান বিক্ষোভ চলছিল ঠিক সেই সময় কলকাতা বিধাননগর থানার পুলিশ লাঠিচার্জ করে।
এর ফলে আমাদের বেশ কয়েকজন কর্মীরা গুরুতর আহত হন। পাশাপাশি ৪১ জন কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এমনকি ডব্লিউবিএসইডিসিএল কর্তৃপক্ষও আমাদের ছয় দফা দাবির কোন রকম সুরাহা করেনি। এর প্রতিবাদে এদিনের এই ধিক্কার মিছিল।
আরও পড়ুনঃ শিবডাঙ্গি এলাকায় ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ স্থানীয় মহিলাদের
এর পাশাপাশি তিনি আরও বলেন আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি গোটা রাজ্য জুড়ে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। আর আগামীদিনে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে বৃহত্তর আন্দলনে নামবো এবং আবারও কর্মবিরতিতে যাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584