নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কয়েকদিন আগেই লালগড় থেকে প্রায় ৪০ থেকে ৪৫ টি হাতি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় জঙ্গলে এসে ঘাঁটি গেড়েছে। ওই জঙ্গল থেকে হাতি গুলি বেরিয়ে মাঝেমধ্যেই জঙ্গল সংলগ্ন এলাকার আলু চাষের জমিতে চলে আসছে।
গোয়ালতোড় থানার দুধপথ রি, কদমডিহা, মুড়াকাটি ধরমপুর সহ বিভিন্ন গ্রামে ঢুকে আলু চাষের জমি তছনছ করছে । যার ফলে আলু চাষিদের মাথায় হাত। এবার আলুর দাম ছিল আকাশছোঁয়া, গাড়ি ভাড়া, মজুরি খরচ করে আলু চাষ করেছিল আলুচাষিরা। এবছর আলু চাষের পক্ষে আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভাল হয়েছিল। কিন্তু হাতির পাল সব শেষ করে দিয়েছে। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন গোয়ালতোড় এর আলুচাষিরা।
বন দফতর কে বারবার জানানো সত্ত্বেও হাতিগুলিকে ওই এলাকা থেকে তাড়ানোর কোনো ব্যবস্থা করা হয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানান।অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আলুচাষিদের কাছে নতুন বিপদ হল হরিণের তাণ্ডব। বন দফতর সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে বেনাচাপড়া অঞ্চলের খয়েরবনির জঙ্গলে কয়েকটি হরিণ ছাড়া হয়েছিল।
আরও পড়ুনঃ ফালাকাটায় হাতির হানায় তছনছ বাড়ি
সেখানে এখন ৪০ থেকে ৫০ টির মতো হরিণ রয়েছে। সূর্য ডোবার পর তারা আশেপাশের আলু খেতে চলে আসছে। যার ফলে আলু চাষ তছনছ করে নষ্ট করে দিচ্ছে হরিণের দল । বিষয়টি বন দফতরকে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। বন দফতরের পক্ষ থেকে জানানো হয় যে যাদের হাতি আলু চাষের ক্ষতি করেছে বিষয়টি খতিয়ে দেখে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
সেই সঙ্গে হরিণের দল যাদের ফসলের ক্ষতি করেছে তাদের ক্ষতি পুরণ দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হবে। তাই হাতি ও হরিণের তাণ্ডবে গোয়ালতোড় ও গড়বেতায় আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে আলু চাষিরা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584