নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রাজ্য জুড়ে লকডাউনের জেরে যেখানে ব্যাহত জনজীবন, ঠিক আরই মধ্যে শুরু হয়েছে হাতিদের তাণ্ডবলীলা। মূলত খাবারের সন্ধানেই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকছে দাঁতালের দল। আবারও মঙ্গলবার রাতে একটি হাতি হানা দিল ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রামের পঞ্চায়েতের ঝাড় বেলতুলি এলাকায় ।
জানা গেছে, ‘মঙ্গলবার প্রায় রাত সাড়ে এগারোটা নাগাদ একটি বিশাল হাতি সংশ্লিষ্ট এলাকায় ঢুকে পড়ে । তারপর সেখানে ধান চাষের জমির উপর চড়াও হয়ে নষ্ট করে চাষের জমিটি।এরপর পাশে থাকা স্থানীয় গণেশ সরকারের রান্না ঘর ভেঙে সঞ্চিত ধান খেয়ে সবার করে সে ।
আরও পড়ুনঃ আমাজনের পর এবার অগ্নিকাণ্ড শুশুনিয়ায় ,লেলিহান শিখায় গ্রাস পাহাড়ের একাংশ
তবে এ বিষয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘আমাদের এলাকায় মাঝে মধ্যে হাতি চলে আসে । শুধু তাই নয় বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট করে। আর গত কালও একই ঘটনা ঘটল এলাকায়’। তবে ওইদিন প্রায় ঘন্টা তিনেক তাণ্ডপ চালানোর পর হাতিটি রাতের অন্ধকারে আবার নিজের গন্তব্যে ফিরে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584