নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার ধেড়ুয়া অঞ্চলের শিরসী গ্রামে দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার বাসিন্দারা। প্রতিদিন হাতির হামলা লেগেই রয়েছে ,কখনো লোকালয়ে গিয়ে হাতি গুলি মাটির বাড়ি যেমন ভাঙচুর করছে, তেমনি পাকা বাড়ির দেওয়াল ভেঙে দিয়ে তাণ্ডব চালাচ্ছে ।
সেই সঙ্গে মাঠে গিয়ে ধান চাষের প্রচুর ক্ষতি করছে এবং সবজি চাষের ক্ষতির পাশাপাশি আমন ধান চাষের ব্যাপক ক্ষতি করেছে। মঙ্গলবার ভোরে প্রায় ১০ থেকে ১২ টি দাঁতাল হাতি শিরসী গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। ওই গ্রামের বেশ কয়েক বিঘা জমিতে আমন ধানের চাষ হাতি গুলি নষ্ট করে দেয় বলে গ্রামবাসীরা জানান।সেই সঙ্গে লোকালয়ে ঢুকে কয়েকটি বাড়িতে খাবারের সন্ধানে হামলা চালায় বলে গ্রামবাসীরা জানান।
আরও পড়ুনঃ মাস্কহীন ঘোরাঘুরি, মেখলিগঞ্জে গ্রেফতার ৭
যার ফলে হাতির হামলায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। ওই এলাকায় হাতি প্রায় প্রতিদিন তাণ্ডব চালাচ্ছে।হাতির দলে বাচ্চা হাতি রয়েছে বলেও স্থানীয় বাসিন্দারা জানান।গ্রামবাসীদের পক্ষ থেকে হাতির হামলার বিষয়টি স্থানীয় বন দফতর কে জানানো হয়েছে। গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয় যে দ্রুত হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যবস্থা করুক তা না হলে এলাকায় আরও তাণ্ডব চালাবে হাতিগুলি। তাই হাতির আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584