নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দীর্ঘদিন ধরে বন্ধ চা বাগান, ভুটানে গিয়ে দিনমজুরির কাজ করে কোন রকমে দিন চলছিল । তারপর শুরু হল করোনা মহামারি, ফলস্বরূপ লক ডাউনে শুরু হলো আর এক বন্দি জীবন। লকডাউনে কাজ হারিয়ে এক প্রকার ঘরে বসে দুশ্চিন্তায় দিন কাটছিলো এই মানুষগুলোর।
বিকল্প আয়ের উপায় হিসেবে বাড়ি সংলগ্ন ছোট্ট জমিতে আদা, হলুদ অন্যান্য শাক চাষ করে জীবন ধারণের বিকল্প পথ খুঁজে নিয়েছিল এরা। কিন্তু এখানেও বিপত্তি। প্রায় প্রতিদিন বুনো হাতি এসে নষ্ট করে দিয়ে যাচ্ছে তাদের এই জীবন ধারণের বিকল্প পথের দিশা।
পায়ের তলায় মারিয়ে দিয়ে যাচ্ছে তাদের বেঁচে থাকার স্বপ্ন গুলোকে। এমনই ঘটনার সাক্ষী ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বন্ধ মধু চা বাগানের শ্রমিকরা । তারা জানান, প্রায় প্রতিনিয়ত বুনো হাতি হানা দিচ্ছে।
আরও পড়ুনঃ পুরসভার লোন করিয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎয়ের অভিযোগে গ্রেফতার দুই মহিলা
হানা দিয়ে বাড়ি ঘর ভেঙে তছনছ করে দিচ্ছে । এমনকি ঘরের সংলগ্ন জমিতে অল্প শাক সবজি,হলুদ চাষ করছে সেগুলো কেও বুনো হাতি এসে তছনছ করে দিচ্ছে। তাই তারা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584