নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দিনের বেলায় হাতির দল এশিয়ান হাইওয়ে পার হয়ে ঢুকে পড়ল চা বাগানে।সাময়িক বন্ধ হল যান চলাচল।ঘটনাটি ঘটেছে শুক্রবার সাড়ে ৮ টা নাগাদ আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৮ টা নাগাদ দলমোনির জঙ্গল থেকে একটি শাবক সহ ছয়টি হাতির দল বের হয়ে এশিয়ান হাইওয়ে পার হয়ে ডিমডিমা চা বাগানে ঢুকে পরে।
হাতির দল রাস্তা পার হবার সময় রাস্তার দুই ধারে অনেক গাড়ি দাঁড়িয়ে পরে। দূরে দাঁড়িয়ে হাতি দেখতে কৌতুহলী জনতার ভিড় জমে যায়। তবে কোন ক্ষতি হয়নি। বন দফতর সূত্রে খবর, হাতি গুলির প্রতি নজর রাখা হচ্ছে।
আরও পড়ুনঃ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান আলিপুরদুয়ার জেলা পুলিশের
প্রসঙ্গত, কয়েক দিন আগে ডিমডিমা চা বাগানের চৌকিদারের হাতির হানায় মৃত্যু হয়, ওই একই দিনে হাতির হামলায় মৃত্যু হয় বীরপাড়া থানার এক সিভিক ভলেন্টিয়ারের। এদিন সকালে হাতির পাল এলাকায় ঢুকে পড়ায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই চা বাগানে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584