দলছুট দাঁতালের তান্ডব গড়বেতায়

0
81

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মঙ্গলবার রাতে একটি দলছুট দাঁতাল হাতি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নামাশোল হয়ে ঢুকে পড়ে ৷ চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের বালা, কুঞ্জবিহারীগঞ্জ,দিগারপাড়া,কুঁয়াপুরের বিভিন্ন অঞ্চলে সকাল পর্যন্ত তান্ডব চালায় ওই দলছুট দাঁতাল।

elephant attack | newsfront.co
হাতির তান্ডব ৷ নিজস্ব চিত্র

অধিকাংশ এলাকায় তান্ডব চালিয়ে ক্ষয়ক্ষতি করে কয়েক বিঘা আলু জমি,ধানের ডাল ভেঙে ধান খাওয়া থেকে বাইক ভাঙচুর করে কু্ঁয়াপুর খাল পেরিয়ে আনন্দপুর থানার আসকান্দা হয়ে টুকুরিয়াপাট গ্রামে ঢুকেও তান্ডব চালায় ওই দাঁতাল ৷

আরও পড়ুনঃ সাগরদিঘীতে তক্ষক উদ্ধার, ধৃত ২

ওই গ্রামের গজানন দাস নামের বছর ৫৫ র এক ব্যক্তি সামনে পড়ে গেলে তাকে আঘাত করে কোমড় ভেঙে দেয় বলে জানাযায়। বর্তমানে দলছুট হাতিটি আনন্দপুর থানারই বনকাটি হয়ে আমানপুরের দিকে চলে গেছে বলে জানাযায়। চাষের সময় ভোর ভোর হাতি ঢুকে পড়ায় হতচকিত হয়ে পড়ে একাধিক গ্রামের মানুষ ও চাষীরা।

আরও পড়ুনঃ কেশপুরে হাতির হানায় মহিলার মৃত্যু

সকাল পর্যন্ত এলাকায় হাতি থাকায় তাকে দেখতেও ভীড় জমায় উৎসুক শয়েশয়ে মানুষ আর এতেই হাতির গতিপথে বাধা পেয়ে গ্রাম ছেড়ে বেরোতে পারেনি দলছুট ওই দাঁতালটি ফলে ক্ষয়ক্ষতির বহর আরও বেড়ে যায় বলে ক্ষোভ স্থানীয়দের।যদিও ভোর থেকে সকাল পর্যন্ত ওইসব এলাকায় হাতি ঢুকলেও বন দফতরের কোনও দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here