নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার ডুমুরডিহা গ্রামে দাঁতাল হাতির হামলার ঘটনাটি ঘটে শনিবার ভোররাতে। স্থানীয় সূত্রে জানা যায় যে ওই এলাকায় কয়েকটি দাঁতাল হাতি রয়েছে। সেই হাতি গুলি মাঝে মধ্যে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। শনিবার ভোররাতে গ্রামে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় হাতির দল।
যার ফলে ওই গ্রামে চারটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়িঘর ভেঙে রীতিমতো তাণ্ডব চালিয়েছে হাতি। গ্রামবাসীরা হাতিগুলি কে গ্রাম থেকে জঙ্গলের দিকে পাঠায়। ওই গ্রামের চারটি বাড়ির ক্ষতির পাশাপাশি আমন ধান চাষের প্রচুর ক্ষতি করেছে বলে গ্রামবাসীরা জানান। যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা । বিষয়টি বন দফতরকে জানানো হয়।
আরও পড়ুনঃ হাতির হানায় ভাঙল ৬টি ঘর
শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে বন দফতরের কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে ও যাদের বাড়ির ক্ষতি হাতিতে করেছে তাদেরকে ক্ষতি পূরণ দেওয়ার আশ্বাস দেন বন দফতরের কর্মীরা। গ্রামবাসীদের দাবি হাতিগুলিকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করুক বন দফতর। তা না হলে এলাকার মানুষ হাতির হামলার হাত থেকে রক্ষা পাবেনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584