নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বেশ কিছুদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জায়গায় হাতির তান্ডবের ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী থেকে এলাকার সমস্ত চাষিরা। ক্ষতিগ্রস্ত করেছে একাধিক জমির ফসল, ঘরবাড়িও ভেঙেছে একাধিক। হাতির হামলায় প্রাণ গেছে একাধিক মানুষের।
এর ফলে একদিকে যেমন আতঙ্কিত রয়েছে মানুষ অপরদিকে ফসলের ক্ষতি হয় চিন্তাই মাথায় হাত পড়েছে এলাকার সমস্ত চাষীদের।
আরও পড়ুনঃ বিদ্যালয়ে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ
অন্যদিকে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পিড়াকাটা রেঞ্জের জামিরগাট এলাকায় দলচ্যুত হয়ে একটি বুনো হাতি গ্রামে প্রবেশ করে ক্রমশ তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে গোটা এলাকায়। ফলে আতঙ্কিত রয়েছে এলাকার সাধারণ মানুষ।
তবে বনদপ্তর সূত্রে জানা গেছে, সন্ধ্যে পর ওই হাতিটিকে অন্যত্রে পাঠানোর চেষ্টা করবে বনদপ্তর। আর এতেই অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকার সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584