মধ্যরাতে হাতির হানা,ভাঙল স্কুলের গেট ও প্রাচীর

0
113

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

নিজস্ব চিত্র

বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের গদারদিহি বিটের অন্তর্গত গদারদিহি হাই স্কুল।মধ্যরাতে জঙ্গলে থাকা রেসিডেন্সিয়াল দুইটি হাতির তাণ্ডবে সেই গদারদিহি হাইস্কুলের গেট ভেঙে প্রাচীর ভেঙে স্কুলের ভিতরে প্রবেশ করে মিড ডে মিলের চাল আলু খেয়ে লন্ডভন্ড করে দুইটি রেসিডেন্সিয়াল হাতি।

মিড ডে মিলের রান্না ঘর লন্ডভন্ড। নিজস্ব চিত্র

অন্যদিকে গ্রামের আরেক প্রান্তে থাকা একটি মুড়ি মিলের ভিতরে ঢুকে তছনছ করে দেয় দুইটি জঙ্গলে থাকা রেসিডেন্সিয়াল হাতি।

বারংবার রেঞ্জ অফিস এবং বিট অফিসকে বলেও কোন লাভ হয়নি জানালেন এলাকার মানুষজন।তাদের দাবি তারা রেঞ্জ অফিস এবং বিট অফিসে তেল এবং হোলা চাইতে গেলে পর্যাপ্ত পরিমাণে তাদেরকে দেওয়া হয় না সেই কারণে এলাকার মানুষ তেল হুলা না থাকার কারণে রাতে প্রায় হাতির আক্রমণ হলেও তারা বেরোতে সাহস করেন না।

নিজস্ব চিত্র

বারবার এলাকার ফরেস্ট আধিকারিকদের বললেও কোন লাভ হয়নি।একদিকে অনাবৃষ্টির কারণে এলাকায় চাষ সেরকম হয়নি অন্যদিকে হাতির তাণ্ডব এলাকার মানুষের দুশ্চিন্তার অন্ত নেই।তাই রাত হলে মানুষজনের বাড়ি থেকে বেরোনোই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।

নিজস্ব চিত্র

এলাকার মানুষদের ধারণা মাঠে জঙ্গলে পর্যাপ্ত খাবার না থাকার কারণে হাতিগুলি ঢুকে পড়ছে লোকালয়ে।অবিলম্বে এর ব্যবস্থা নিতে হবে অন্যদিকে এই রেসিডেন্সিয়াল হাতি প্রায় গ্রামে আনাগোনায় স্কুল যেতে ভয় পায় স্কুল পড়ুয়ারা।কিভাবে এই রেসিডেন্সিয়াল হাতির তাণ্ডব থেকে বাঁচবে এলাকার মানুষ সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ জমি পাহারারত অবস্থায় হাতির হানার মৃত্যু ঝাড়গ্রামে

নিজস্ব চিত্র

বনকর্মী পদ্ম বাস্কে জানান, “এলাকায় প্রায় ১১ টি হাতি রয়েছে, রেসিডেন্সিয়াল তার ভিতরে পাঁচটি হাতি কখনো বেলাতোড় জঙ্গলে কখনো বরজড়া জঙ্গলে তাদের আনাগোনা।

আমরা এদিক থেকে যখন তাদের তাড়িয়ে দিই অন্য জঙ্গলে আবার পুনরায় সেই জঙ্গল থেকে তাড়া খেয়ে ফিরে আসে এদিকে এই ভাবেই কিন্তু এই হাতির দলটি ঘুরে বেড়াচ্ছে এই এলাকাতেই এবং ক্ষতি করছে এলাকার বিভিন্ন জায়গাতে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here