নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সাত সকালে মেদিনীপুর সদর ব্লকে নদী পার হয়ে প্রবেশ করল একটি হাতির পাল।গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, ওই হাতির পালে ৩০ থেকে ৩৫ টি হাতি রয়েছে, আরও জানা যায়, ঝাড়গ্রামের মানিকপাড়ার জঙ্গল থেকে কংসাবতী নদী পার হয়ে হাতির পাল প্রবেশ করেছে মেদিনীপুর সদর ব্লক এলাকায়।
এমনিতেই কয়েকদিন ধরে জেলার আনন্দপুর এলাকাতে চল্লিশটি হাতির একটি পাল নিয়ে সমস্যায় রয়েছে বনদফতর । ইতিমধ্যেই হাতির তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির ফসল, অন্যদিকে একজন গুরুতর জখমও হয়েছেন হাতির হামলায়।
ফের আরও একটি হাতির পালের মুখোমুখি হতে হচ্ছে বনদফতরকে। হাতির পাল প্রবেশ করছে জানতে পেরে আগে থেকেই বনকর্মীরা প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল নদী তীরবর্তী সংলগ্ন এলাকাতে।
সারারাত আটকে রাখতে সক্ষম হলেও ভোরবেলা হাতির পাল বেপরোয়াভাবে প্রবেশ করে মেদিনীপুর সদর ব্লকের টিকরপাড়া এলাকাতে।হাতির পাল এলাকায় ব্যাপক ক্ষতি করেছে আলু চাষের।
আরও পড়ুনঃ হাসপাতাল থেকে ছাড়া পেলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি
গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন হাতির হামলা নিয়ে। যা নিয়ে আতঙ্ক সহ আরও ক্ষতির আশঙ্কা করছে এলাকার চাষিরা। যদিও এ বিষয়ে সদা তৎপর রয়েছে বন দফতরের কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584