খাবারের সন্ধানে দরজা ভাঙল দলছুট হাতি

0
132

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

শনিবার ভোর রাতে খাবারের সন্ধানে দুটি বাড়ি ও আইসিডিএস স্কুলের দরজা ভাঙলো দল ছুট হাতি । রাতের অন্ধকারে হাতি ঢুকে পড়ায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গ্রামে ।

damage house | newsfront.co
ভাঙা দরজা ৷ নিজস্ব চিত্র

শালবনির জঙ্গল থেকে একটি দলছুট হাতি রাত্রি প্রায় এগারোটা নাগাদ নেদাবহড়া গ্রামে খাবারের খোঁজে ঢুকে পড়ে ।

man | newsfront.co
ক্ষতিগ্রস্ত ব্যক্তি ৷ নিজস্ব চিত্র

কালিপদ মাহাতো , চিত্তরঞ্জন মাহাতোর বাড়ির দরজা এবং আইসিডিএস স্কুলের দরজা ভেঙে খাবারের খোঁজ চালায় । গ্রামে কিছুক্ষণ থাকার পর গ্রাম সংলগ্ন কাজুবাগান হয়ে মধুপুরের জঙ্গেল চলে যায় হাতিটি ।

আরও পড়ুনঃ বুনোহাতির হামলায় মহিলার মৃত্যু, জখম ২

স্থানীয় এক গ্রামবাসী জানান , এদিন আইসিডিএস স্কুল সহ গ্রামের মোট চারটি দরজা ভেঙে ফেলে হাতিটি । কোথাও কিছু না পেয়ে কিছুক্ষণ পরে জঙ্গলে ফিরে যায় । বিষয়টি বন দফতর কে জানানো হয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here