শালবনীতে সব্জি লুট করে খেল হাতি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিক্রেতা

0
56

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

শালবনীতে রীতিমতো সব্জি লুট করে খেল হাতি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সব্জি বিক্রেতা। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার তিলাঘাগরীর জঙ্গলের রাস্তায়।

elephant attack | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায় যে শালবনী থানার মধুপুর গ্রামের এক বাসিন্দা প্রতিদিন সব্জি নিয়ে লালগড়ের বাজারে বিক্রি করতে যায়। ওই সব্জি বিক্রেতা মোটরবাইকে সব্জি ভর্তি করে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় তিলাঘাগরীর জঙ্গল রাস্তায় তার সামনে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি চলে আসে।যার ফলে মোটরসাইকেল ফেলে দিয়ে কোনক্রমে ছুটে পালায় ওই বিক্রেতা।

আরও পড়ুনঃ নকশালবাড়ির ভেল্টাজোত থেকে উদ্ধার ১৫ ফুট লম্বা অজগর

ফলে তিনি প্রাণে বেঁচে যান। সেই সময় হাতিটি তার মোটরবাইকে থাকা সব্জির বস্তা গুলি ছিঁড়ে সমস্ত সব্জি লুট করে খেয়ে ফেলে ।এরূপ ঘটনা জঙ্গল মহল এলাকার মানুষ এর আগে দেখেছে বলে মনে হয়নি। আসলে খাদ্যের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে দাঁতাল হাতি।

যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে ।ওই ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ছুটে যায়। স্থানীয় বাসিন্দারা যাওয়ার পর মোটরবাইকটি কে ফেলে রেখে হাতিটি জঙ্গলের দিকে চলে যায়।এর ফলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে ওই সব্জি ব্যবসায়ী এই যাত্রায় হাতির হামলার হাত থেকে প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তি গ্রামবাসীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here