নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার মনিদহ অঞ্চলের পলাশিয়া, ভ্রমরমারা, এনায়েতপুর গ্রামে আচমকা চারটি হাতি ঢুকে পড়ে। ওই তিনটি গ্রামে চারটি দাঁতাল হাতি ব্যাপক তাণ্ডব চালায় বলে খবর।
যার ফলে হাতির হামলায় ওই তিনটি গ্রামের সাতটি মাটির বাড়ি ভেঙে পড়ে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়। গ্রামবাসীদের চেষ্টায় ওই চারটি হাতি রবিবার সূর্যের আলো ফোটার আগে গ্রাম থেকে জঙ্গলের দিকে চলে যায়।
আরও পড়ুনঃ বাড়ির উপরে গাছ পড়ে মৃত্যু এক কৃষকের
হাতির হামলায় প্রতিনিয়ত ক্ষতির ফলে এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সেইসঙ্গে যেভাবে খাবারের সন্ধানে হাতি গুলি লোকালয়ে ঢুকে পড়ছে তাতে আতঙ্ক আরও বাড়ছে। গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানিয়েছে। বন দফতরের পক্ষ থেকে যাদের ঘরবাড়ির ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584