হাতি হামলায় ক্ষতি ফসলের

0
59

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনার জের! বাইরের কাজ বন্ধ। এর উপর নিত্যদিন জঙ্গল লাগোয়া এলাকায় হাতির পাল হানা দিচ্ছে। হাতির হামলায় চাষাবাদ করতে পারছেন না জঙ্গল লাগোয়া এলাকার মানুষেরা। ফলে সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছেন ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকার মানুষেরা।

paddy field | newsfront.co
নিজস্ব চিত্র

জলদাপাড়া জঙ্গল লাগোয়া শালকুমার হাট সংলগ্ন এলাকার সিধাবারি গ্রাম। এই গ্রামে হাতির উপদ্রব চলছেই। এলাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিঘা বিঘা কৃষিজমি। ক্ষতিগ্রস্ত কৃষকরা কোন ক্ষতি পূরন পাচ্ছেন না বলে অভিযোগ।

সিধাবাড়ি গ্রামের নগেন রায় বলেন, ” লকডাউন চলছে। বাইরে কোন কাজ করতে পারছি না আমরা। এই অবস্থায় একমাত্র ভরসা ছিল নিজেদের কৃষি জমি। কিন্তু হাতি ও বাইসনের হামলায় ফসলের ক্ষতি হচ্ছে। কোন চাষাবাদ করতে পারছি না। সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে গিয়েছি আমরা। ভবিষ্যতে কি হবে বুঝতে পারছিনা। বন দফতরে অভিযোগ করলে তারা কোন কর্ণপাত করে না।”

আরও পড়ুনঃ বক্সা বাঘ-শূন্য, শীর্ষে করবেট

এই বিষয়টি নিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও কুমার বিমল বলেন, “জঙ্গল লাগোয়া এলাকায় মাঝে মধ্যে বুনো জন্তু ঢুকে পড়ে। এটি নতুন কিছু নয়। এই রকম ঘটনা ঘটলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here