নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। হাতির হানায় অতিষ্ঠ হয়ে উঠেছে চা বাগান এলাকা গুলি। ফের হানা দিল সংশ্লিষ্ট ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দলমুনি ডিভিশনে। জানা গেছে, শুক্রবার ভোর রাতে দলগাঁও এর জঙ্গল থেকে ৩টি বিশাল বুনো হাতি দলমুনি ডিভিশন এলাকায় ঢুকে শুরু করে তান্ডব।
সংশ্লিষ্ট এলাকার মইনু মূর্মু, শ্যাম মূর্মু,মিলন বাঘোয়ার,মাদু কুজুর এবং চুনুদাস কুজুরের ঘর ভেঙে দেয় পাশাপাশি ঘরে সঞ্চিত থাকা চাল, আটা খেয়ে ফের জঙ্গলে ফিরে যায় তারা ।
এদিন ক্ষতিগ্রস্তরা জানান, প্রায় দিনই হাতি হানা দেয় গ্রামে। সব সময় আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হয়।
প্রায় রাতেই হাতি হানা দিয়ে ক্ষতি করছে। দুবেলা পেট ভরে ঠিক মতো খাবার জোটে না।
আরও পড়ুনঃ খরচ নিয়ে সমস্যায় বাড়ি থেকে করোনার নমুনা সংগ্রহ বন্ধ শহরে
তাই ঘর মেরামত করা তাদের কাছে অলীক স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এই পরিস্থিতির একটা স্থায়ী সমাধানের দাবী জানান তারা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584