নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার দুপুরে আচমকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের আজনা শুলি গ্রামে প্রায় ৩০ টি দাঁতাল হাতি ঢুকে পড়ে। প্রকাশ্য দিবালোকে গ্রামে হাতির দল ঢুকে পড়ায় ওই গ্রামজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।এরপর ওই হাতির দল ধান জমিতে গিয়ে তাণ্ডব চালায়।
প্রায় ১০০ বিঘা জমির ধান চাষের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। যেভাবে ত্রিশটি দাঁতাল হাতি মাঠে দাপিয়ে বেড়াচ্ছে তাতে আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। বিষয়টি বন দফতরকে তারা জানিয়েছেন। তবে হাতি গুলি এলাকা ছেড়ে না যাওয়ায় রাতে গ্রামে ঢুকে পড়ার আশঙ্কা করছেন ওই গ্রামের গ্রামবাসীরা সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা।
কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর, শালবনি, গোয়ালতোড় ও গড়বেতা এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির দল। তবে বন দফতরের পক্ষ থেকে হাতি গুলিকে উত্যক্ত করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে বন দফতরের পক্ষ থেকে জঙ্গলে যেতে এবং শৌচ কাজ করতে যেতেও নিষেধ করা হয়েছে।
আরও পড়ুনঃ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীর বিক্রি ঠেকাতে কোচবিহারে অভিযান প্রশাসনের
এছাড়াও জঙ্গল এলাকার রাস্তায় রাতের বেলা যাতায়াত করার জন্য নিষেধ করা হয়েছে। জঙ্গল লাগোয়া গ্রাম গুলির বাসিন্দাদের বন দফতরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে হাতি যেসব এলাকায় ধান চাষের ক্ষতি করেছে বন দফতরের পক্ষ থেকে খতিয়ে দেখে তাদের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।
বনদফতরের পক্ষ থেকে হাতিগুলির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে বলে জানানো হয়। তা সত্ত্বেও এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় একেবারে আতঙ্কের মধ্যে রয়েছেন। সন্ধ্যের পর আতঙ্কিত গ্রামবাসীরা ঘরের বাইরে যেতে ভয় করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584