নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হল ফালাকাটার দক্ষিণ দেওগাঁয়ের ৮ টি পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর রাতে দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গল থেকে দুটি বিশাল বুনো হাতি এলাকায় ঢুকে পড়ে, তারপর শুরু করে তান্ডব।
হাতিরা তছনছ করে দক্ষিণ দেওগাঁয়ের তছিরান বিবি, আমেনা খাতুন, তমিজউদ্দিন মিয়া, আলাকুল মিয়া, রবিউল ইসলাম, বায়লা মাঝি, রাবু আলম, জ্যোৎস্না বেগমের ঘর। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বায়লা মাঝি ও জ্যোৎস্না বেগমের পরিবার। এলাকাবাসীদের অভিযোগ, হাতি বের হলে বন দফতরকে ফোন করলেও সঠিক সময়ে তারা আসেন না।
আরও পড়ুনঃ ট্রাক – অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের
হাতির হানার ফলে আতঙ্কের মধ্যে রোজ থাকতে হয় বলে এলাকাবাসীরা জানান। মাদারিহাট রেঞ্জার রমিজ রোজার জানান,”অভিযোগ ঠিক নয়। গোটা রেঞ্জে একটি মাত্র গাড়ি, একবারে বিভিন্ন এলাকায় হাতির হানা হলে সমস্যা দেখা দেয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584