শালবনীতে হাতির তান্ডবে তছনছ ৬ বাড়ি

0
23

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

রবিবার ভোর রাত ৩টে নাগাদ আচমকা একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে। পরপর ৬ টি বাড়ি ভাঙচুর করে দাঁতাল হাতিটি তাণ্ডব চালায় ।প্রায় ১ ঘন্টা ধরে হাতিটি গ্রাম জুড়ে তাণ্ডব চালিয়েছে ৷হাতি গ্রামে ঢুকে পড়েছে বলে জানতে পেরে গ্রামবাসীরা ঘুম থেকে উঠে পটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলের দিকে তাড়ায়।

house damage | newsfront.co
ভাঙচুর ৷ নিজস্ব চিত্র

তবে কোন প্রাণহানির ঘটনা না ঘটলে ও গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন।অল্পের জন্য হাতির হামলার হাত থেকে প্রাণে বাঁচলেন ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামের ৬০ বছর বয়স্ক মণিমালা মাহাতো। ভোররাতে গ্রামে হাতি ঢুকে তার বাড়ির জানালা ভেঙে যখন মশারিতে টান দেয় তখন সে বুঝতে পারে কিছু একটা ঘটেছে, তখনই ঘুম থেকে উঠে দেখেন সামনে দাঁড়িয়ে একটি দাঁতাল হাতি তার বাড়ি ভাঙচুর করছে । তিনি কোনোক্রমে বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় গুঁড়িয়ে গেল রবীন্দ্র মূর্তি

house | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হাতির হানায় ক্ষতিগ্রস্ত দেওগাঁয়ের ৮ টি পরিবার

তবে তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন । হাতি হামলা চালিয়ে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে বলে খবর পেয়ে রবিবার সকাল ৭টা নাগাদ ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে যান বন দফতরের কর্মীরা।

বন দফতরের কর্মীরা গ্রামে গেলে গ্রামবাসীরা তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় । দ্রুত তাদের ভেঙে যাওয়া বাড়ি মেরামত করে দেওয়ার দাবি জানায়। হাতি প্রতিদিন গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে তাতে তারা আতঙ্কের মধ্যে রয়েছে বলেও জানায়। দ্রুত পাকাপাকি একটা ব্যবস্থা করার জন্য ও অনুরোধ করে তারা ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here