নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর সদরে অব্যাহত হাতির হানা। পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালের পর এবার চাঁদড়ার ডুমুরকোঠা এলাকায় হাতির তাণ্ডবে ভাঙল বাড়ি। বাড়ি ভাঙার ঘটনায় রাতের ঘুম ছুটছে এলাকাবাসীর। আতঙ্কিত গোটা গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল (রবিবার) রাত্রি দশটা নাগাদ একটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে চাঁদড়ার হেতাশোল এলাকায় প্রবেশ করে। সেখান থেকে তাড়া খেয়ে ডুমুরকোঠা এলাকায় প্রবেশ করে সুশীল মাহাত-র বাড়ির ছাউনির একাংশ ভাঙে। সুশীল বাবু জানান, ‘পাশের গ্রামে যখন হাতিটি ছিল, তখন আমরা জেগে ছিলাম। রাত্রি একটা নাগাদ ঘুমিয়ে পড়ি। তার কিছুক্ষন পরেই শব্দ শুনে বেরিয়ে এসে দেখি হাতিতে ঘর ভাঙছে।” শুঁড় বাড়িয়েও খাবারের নাগাল পায়নি হাতিটি।
আরও পড়ুনঃ নবদ্বীপে বন্ধ মন্দির, পেটে টান ভিখারিদের
লোকজনের তাড়া খেয়ে জঙ্গলে প্রবেশ করে।ভোর তিনটা নাগাদ ঐ হাতিটি ঢুকে পড়ে পাশের গ্রাম ডাইনমারীতে। সেখানে মৃন্ময় ঘোষের বাড়িতে হানা দেয়। বাইরে থাকা একটি খাট ও বাড়ির সামান্য ক্ষতি করে। বাপি মাহাত-র লাউ জমির পুরোটায় ক্ষতি হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584