গ্রামে হাতির দলের পিছনে ছুটলো কচিকাঁচারা

0
42

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

ধান পাকার সময় মূলত গ্রামে গঞ্জে হাতির আগমন দেখা যায়। আর সেই সময় উৎসব লেগে যেত। হাতির পিছন পিছন ছোট থেকে বড়ো সবাই হাতির পিছনে পিছনে ছুটতো।তখন গ্রামের মহিলারা শাঁখ বাজানোর সাথে হাতি ঠাকুরকের সুড়ে সিঁদুর দিতেন।

elephant in village | newsfront.co
দলছুট হাতি।নিজস্ব চিত্র

কিন্তু বর্তমান জঙ্গলের আশপাশের চাষিদের শত্রু হয়ে দাঁড়িয়েছে হাতি। তাদের তিন-চার মাসের কষ্টের ফসল তছনছ করে দেয়।কিন্তু আজকে ছবিটি উল্টো পুরাণ।

সোমবার ভোরবেলা থেকে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের রান্টুয়া এলাকার বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কয়েকটি হাতির দল।স্থানীয় সূত্রে খবর হাতির দলটি খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে গ্রামের দিকে।

আরও পড়ুনঃ হাতির আতঙ্কে বিনিদ্র রাত যাপন স্থানীয়দের, শীতঘুমে বন দফতর

elephant in village | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন হাতির দলটি গ্রামের দিকে তেমন কোনো ক্ষয়ক্ষতি করেনি।সকালে হাতির দলটিকে দেখে সমস্ত গ্রামবাসী থেকে শুরু করে শিশুরা হাতির পিছনে পিছনে ছুটতে থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here