নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গ্রামেরই জঙ্গল লাগোয়া এক রাস্তার ধারে বসে মোবাইল গেমে মশগুল এক যুবক হাতির আক্রমণে প্রাণ হারাল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর আমজোড় গ্রামে। মৃত ওই যুবকের নাম রথীন মান্না, বয়স আনুমানিক ১৮ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিড়াকাটা বনাঞ্চলের অন্তর্গত আমজোড়ের জঙ্গলে কয়েকদিন ধরেই হাতিতে আস্তানা গেড়েছিল। সন্ধ্যে হলেই হাতির পাল গ্রামের মাঠে বেরিয়ে পড়ছিল খাদ্যের সন্ধানে। মঙ্গলবার ওই যুবক জঙ্গলে হাতির উপস্থিতি জানা সত্বেও জঙ্গল লাগোয়া গ্রামের এক রাস্তার ধারে বসে মোবাইলে গেম খেলছিল। আর তাতে এতোটাই মশগুল হয়ে পড়েছিল যে বিকেল ছাড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও তার কোনো হুঁশ ছিল না।
আরও পড়ুনঃ আজও আমপানের কথা ভাবলে শিউরে ওঠেন মন্ডল দম্পতি
ঠিক তখনই জঙ্গল থেকে একটি হাতি খাদ্যের সন্ধানে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এবং মোবাইল গেমে মত্ত থাকা রথীনকে সামনে পেয়ে যায়। হাতিটি তাকে শুঁড়ে প্যাঁচিয়ে ছুঁড়ে ফেলে, তার চিৎকারে স্থানীয়রা গিয়ে হাতিটিকে তাড়িয়ে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584