হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত শালবনির একাধিক জমির ফসল

0
63

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের একাধিক গ্রামে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ৩০-৩৫ টি হাতির পাল। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির ধান থেকে শুরু করে জমির ফসল। এই বিষয়ে কার্যত মাথায় হাত পড়েছে এলাকার সমস্ত চাষীদের।

crops damage | newsfront.co
নিজস্ব চিত্র

তেমনই এক ছবি ধরা পড়ল শালবনি ব্লকের খামারবাড় গ্রামে, যেখানে বিঘার পর বিঘার ধান ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির তাণ্ডব এর ফলে। অন্যদিকে হাতির পাল গ্রামে ঢুকে যাওয়ায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে গ্রামবাসীরা,এই বিষয় নিয়ে স্থানীয় এক বাসিন্দা কার্যত আঙ্গুল তুলেছে বনদফতরের উপর।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ ভগবানগোলায়

paddy | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জলঙ্গিতে পদ্মায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর

স্থানীয় চাষীদের অভিযোগ, হাতি তাড়ানোর ক্ষেত্রে কোন সহযোগিতা পাইনি গ্রামের মানুষ, এর ফলে নিজেদের জমি রক্ষা করার লক্ষ্যে নিজেরাই হাতি তাড়ানোর কাজে নেমেছে। এখানেই শেষ নয় যেভাবে হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে একাধিক জমির ফসল তাতে ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে এলাকার চাষীরা।

যদিও এই প্রসঙ্গে নয়াবসত বনদফতরের আধিকারিক দেবেন সহিম বলেন, “আমরা সর্বদাই চেষ্টা করছি হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার, সেক্ষেত্রে বনকর্মী সহ এলাকাবাসীর সহযোগিতা পাচ্ছি। ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলেন সরকারি নিয়ম অনুযায়ী সকল ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here