নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের বরগোদা গ্রামের নাসিখাল থেকে উদ্ধার করা হল ১১ টি রেশন কার্ড।শনিবার স্থানীয় ছোটবাচ্চারা খালে মাছ ধরতে নেমে খালথেকে ১১ টি কার্ড উদ্ধার করে। এরপরই বিষয়টি গ্রামবাসীদের নজরে আসে।
জানাযায়,স্থানীয় এলাকাবাসীদেরই এই রেশনকার্ড । ৫ টি পরিবারের এই কার্ড রয়েছে বলে জানাগেছে। বরগোদা গ্রামের রাজু মাইতি অভিযোগ করেন,এলাকার মানুষজন প্রায় দীর্ঘ পাঁচ বছর আগে রেশন কার্ডের জন্য আবেদন করেছিল ৷
আরও পড়ুনঃ মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবসে থিমসঙের উদ্বোধন
কিন্তু সেই কার্ড হাতে না পেয়ে খালে কিভাবে এলো সেই বিষয়ে আগে তদন্ত হোক।যারা এভাবে ফেলেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।
প্রশাসনসূত্রে জানাগেছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584