নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আদালতের নির্দেশানুযায়ী ৪ জানুয়ারি থেকে অনলাইনেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের যাচাইকরণ প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশন এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে। অনলাইনেই এই গোটা প্রক্রিয়া চলবে।
এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিক স্তরের টেটে উত্তীর্ণ সমস্ত প্রার্থীই আবেদন করতে পারবেন। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার ইঙ্গিত এখনই মিলছে না। তবে সে বিষয়ে নিশ্চিত করে বলার সময় আসেনি বলেই মনে করছে অভিজ্ঞ মহল।
আরও পড়ুনঃ অমর্ত্য সেনের নামে মিথ্যাচারের অভিযোগ বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে
১১ ডিসেম্বর সিঙ্গল বেঞ্চে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বাতিল করে দেন। ৪ জানুয়ারি নতুন করে প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতোই আপাতত শিক্ষাদপ্তর এবং কমিশন এগানোর সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুনঃ ১ কোটি ২২ লাখ টাকা বিদ্যুৎ সাশ্রয় করল দক্ষিণ পূর্ব রেল
অনেকেই বলছেন, ডিভিশন বেঞ্চে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত প্রশাসন এবং রাজনীতির সর্বোচ্চ স্তর থেকেই নেওয়া হবে। তাই এখনই কিছু বলা সম্ভব নয়। তবে, এখন কমিশনকে ইন্টারভিউয়ের জন্য নথি যাচাই প্রক্রিয়া থেকে কাজ শুরু করতে হচ্ছে।
৫ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে এই প্রক্রিয়া। এরপর ইন্টারভিউ হবে। তার জন্য ১০ মে’র মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকা প্রকাশের আট সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে চূড়ান্ত মেধাতালিকা। এবং ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে কমিশনকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584