রাষ্ট্রসংঘকে চ্যালেঞ্জ ছুঁড়ে WFP ডিরেক্টরের সঙ্গে টুইট যুদ্ধে এলন মাস্ক

0
88

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ 

‘বৈশ্বিক ক্ষুধা’ সমস্যা সমাধানে এবার রাষ্ট্রসংঘ-কে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এলন মাস্ক। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডিরেক্টর ডেভিড বেসলি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলেন এলন মাস্ক বা তাঁর মত বিলিওনেয়াররা যদি এগিয়ে আসেন, তাঁদের মোট সম্পদের অন্তত ২ শতাংশ অর্থ যদি এককালীন দান করেন তাহলে খুব সহজে সমাধান হতে পারে বৈশ্বিক ক্ষুধা সমস্যার। বেসলি-র এই প্রস্তাবে রাজি এলন মাস্ক কিন্তু একটাই শর্ত- সমস্যা সমাধানে সঠিক ‘স্ট্র্যাটেজি’ তৈরি করুক রাষ্ট্রসংঘ।

elon musk asked wfp director to publish an open source account
এলন মাস্ক, ছবিঃ রয়টার্স

এর পরেই শুরু হয়ে গিয়েছে এক টুইট যুদ্ধ। টেসলা ও স্পেসএক্স কর্তা এলন মাস্ক টুইটারে যে কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হামেশাই সরব হয়ে থাকেন এবং বিতর্কিত মন্তব্যও করেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ডিপ ইন্সটিংট নামে এক সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ড. এলি ডেভিডের একটি টুইট ঘিরে শুরু হয় এই কথোপকথন। সিএনএন-এর একটি নিবন্ধের স্ক্রিনশট পোস্ট করেন ডেভিড। সেখানে বেসলি সহ আরও বেশ কয়েকজনকে ট্যাগ করে ডেভিড লেখেন ঠিক কিভাবে বৈশ্বিক ক্ষুধা সমস্যা সমাধানে কাজ করছে। এই টুইট থ্রেডে যোগ দেন এলন মাস্ক। “ যদি WFP এই থ্রেডে ব্যাখ্যা করতে পারে যে, ৬ বিলিয়ন ডলার কিভাবে বিশ্বের ক্ষুধা সমস্যা মেটাতে পারবে তাহলে আমি এই মুহূর্তে টেসলা’র স্টক বিক্রি করে তা করবো,” লেখেন মাস্ক। “ তবে তা যেন ওপেন সোর্স অ্যাকাউন্ট হয়, যাতে সকলেই জানতে পারেন যে কিভাবে ঐ টাকা খরচ করা হল,” শেষে এটাও যোগ করেন তিনি।

মাস্কের টুইটে ক্ষুব্ধ বেসলি এবার সরাসরি ট্যাগ করেন এলন মাস্ক-কে ও লেখেন, “ আসুন আমরা কথা বলি, এটা ফ্যালকন হেভি-র মত জটিল কোন বিষয় নয়। আপনি যখনই  কথা বলতে চাইবেন পরের প্লেন ধরে আমি পৌঁছে যেতে পারি। আমার কথা পছন্দ না হলে ছুঁড়ে ফেলে দেবেন!” উল্লেখ্য, ফ্যালকন হেভি মাস্কের সংস্থা স্পেসএক্স-এরই তৈরি একটি হেভি লিফট লঞ্চ। তাই বেসলি-র খোঁচায় ফ্যালকন হেভি-র নামই উঠে এলো।

আরও পড়ুনঃ বিজেপির হুমকিতে অন্তর্বাস পরে মঙ্গলসূত্রের বিজ্ঞাপন ‘ডিলিট’ করে দিলেন সব্যসাচী

উত্তরে মাস্ক লেখেন,” তাহলে দয়া করে আপনাদের বর্তমান ও প্রস্তাবিত খরচের একটা বিস্তারিত হিসেব প্রকাশ করুন যাতে মানুষ জানতে পারেন ঠিক কোন কোন খাতে কত টাকা ব্যয় হয়।“ শুধু তাই-ই নয়, রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন আধিকারিকের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ সম্বলিত একটি নিবন্ধের লিঙ্কও এখানে শেয়ার করেন মাস্ক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here