নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করম পূজার রাতেও হাতির হানা অব্যাহত আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের মধ্য খয়েরবাড়ির আদিবাসী পাড়ায়। হাতির হানায় ভাঙ্গল পৃথক দুটি ঘর। একই পাড়ায় পরপর দু’দিনের হানায় মোট ৮ টি ঘর ভেঙ্গে তছনছ করে হাতির দল। আতঙ্কে ওই গ্রামবাসীরা।
জানা গেছে, সংশ্লিষ্ট গ্রামের তিনটি দলছুট হাতি শনিবার রাত ১২ টা থেকে ৪ টা পর্যন্ত গ্রামে তান্ডব চালিয়ে ললি বসুমাতা ও এতোয়া উরাও-এর বাড়িতে হানা দিয়ে বেড়া ভেঙ্গে ঘরে সঞ্চিত থাকা চাল আনাজ, পাতি খেয়ে তছনছ করে।
আরও পড়ুনঃ দুই কিশোরের দেহ উদ্ধার
স্থানীয় বাসিন্দা আশিস শৈব বলেন, “হাতির অত্যাচারে আমরা রাতে ঘুমোতে পারছি না প্রায় রাতেই হাতি গ্রামে ঢুকে তান্ডব চালাচ্ছে। শুক্রবার ও শনিবার দুই দিনে একই পাড়ায় হাতির হানায় মোট ৮ টি আদিবাসী পরিবারের ঘর ভেঙ্গেছে। করোনা আবহে অনেকে কাজ পাচ্ছেন না। পেটের ভাত যোগাড় করাই তাদের পক্ষে কঠিন।
এই অবস্থায় সরকারের ক্ষতিপূরণের সামান্য টাকা দিয়ে ঘর মেরামত করাও সম্ভব নয়। ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণের টাকার পরিমাণ বাড়াতে হবে এবং হাতি তাড়াবার দায়িত্ব বনদপ্তরকে নিতে হবে।” বনদপ্তর সূত্রে জানা যায়, “ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584