সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
করোনা সংক্রমনের পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলার বেশিরভাগ মসজিদে বন্ধ হয়েছে শুক্রবার অর্থাৎ জুম্মাবারের নামাজ। ‘সবেবরাতে’ও একই পথে হাঁটতে চলেছেন মুসলিম সমাজ। ‘সবে’ শব্দটি ফার্সি। যার অর্থ রাত। ‘বরাত’ শব্দটি আরবি, যার অর্থ নিষ্কৃতি পাওয়া। সবে বরাত অর্থাৎ খারাপ কিছু থেকে নিষ্কৃতি চেয়ে ধর্মপ্রাণ মুসলিমরা নামাজ পড়েন।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গাতেও বিভিন্ন দফতরে শুরু হলো সেনিটাইজেশনের কাজ, তৎপর দমকল বিভাগ
মৃত আত্মীয়ের আত্মার শান্তি কামনায় কবরস্থানে গিয়ে তাঁদের কবরের কাছে দাঁড়িয়ে প্রার্থনাও জানানো হয়। আজ বৃহস্পতিবার সেই প্রার্থনা জানানোর রাত। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে ধর্মীয় সংগঠনগুলি প্রার্থনা অনুষ্ঠানে রাশ টানতে চাইছে। গলসি জাগুলিপাড়া গ্রামের মসজিদের ইমাম ইবাদুর রহমান মাজহিরী বলেন, ‘সবেবরাতের নামাজ গ্রামবাসীকে বাড়িতে একা একা পড়তে আহ্বান করা হয়েছে।’
ইতিমধ্যে জেলার ইমামদের সংগঠন জামিয়াতুল আইম্মা অল উলামার(ইমাম ও উলেমা পরিষদ) পক্ষ থেকেও সবে বরাতের রাতে জমায়েত রুখতে বাড়িতেই নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584