এমুতে মজছে বর্ধমান

0
175

সুদীপ পাল,বর্ধমানঃ

বর্ধমান শহরের একমাত্র অভয়ারণ্য রমনা বাগান নতুন অতিথি কবে আসবে তাই নিয়ে দিন গুনছে।বর্তমানে এখানে রয়েছে একটি এমু পাখি।সেই এমু পাখিটি একটি ডিম দিয়েছে। জানা যায়,এখন মা ইমুর ওপর নির্ভর করছে ডিম থেকে বাচ্চা বের হওয়া সংক্রান্ত বিষয়টি।চাই দফতরের আধিকারিকদের পূর্ণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে এমু দম্পতিকে।

নিজস্ব চিত্র

পূর্ণ পর্যবেক্ষণ না থাকলে ডিম ফুটে নতুন শাবক বেরোনোর সময় তা নষ্ট হয়ে যেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য,এ বছরের এপ্রিল মাসে কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে একজোড়া এমু পাঠানো হয়েছিল বর্ধমানে।এই প্রথম স্ত্রী ইমু ডিম দিয়েছে।বর্ধমানের এই অভয়ারণ্যে এর আগে ময়ূরীর ডিম ফুটে বাচ্চা হয়েছিল এবং তারও আগে হরিণ শাবকের জন্ম হয়েছিল।খুব স্বাভাবিক ভাবেই তাই প্রত্যাশা করা হচ্ছে নতুন যে অতিথি আসবে সে সুস্থ থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here