কেন্দ্ৰকে ট্যাক্স দিই আমি! সিবিআই দফতরে দাবি এনামুলের

0
151

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

তার পাচারের কারবার যে মোটেই নিয়ম বহির্ভূত নয় এবং তিনি রীতিমতো কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দিয়ে এই কাজ করেন, সোমবার নিজাম প্যালেস এসে সিবিআই আধিকারিকদের সামনে এমনই দাবি করলেন গরু পাচারকাণ্ডের কিংপিন এনামুল হক। এদিন সকালে হাজিরা দিতে সিবিআই অফিসে আসে গরুপাচার কাণ্ডে ধৃত এনামুল। তাকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে, এদিন নিজেকে কোভিড আক্রান্ত বলে দাবি করে সেই নথি তদন্তকারী অফিসারের কাছে পেশ করে এনামুল। এরপরই তাকে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সিবিআই।

enamul | newsfront.co
দিল্লিতে ধরা পড়ার সময় এনামুল

উল্লেখ্য, দিন কয়েক আগেই দিল্লিতে এনামুলকে গ্রেফতার করে সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পারে গরু পাচারচক্রের জাল কতদূর বিস্তৃত, কোন কোন প্রভাবশালী এই কারবারের সঙ্গে যুক্ত। এই সংক্রান্ত বেশ কিছু নথিও হাতে এসেছে সিবিআই গোয়েন্দাদের। কিন্তু এরপর তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে কলকাতায় আসার কথা হলে নিজেকে করোনা আক্রান্ত বলে দাবি করে সে। সেইসময় তখন তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। একইসঙ্গে তাকে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতেও নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ দিল্লিগামী বঙ্গ বিজেপি নেতৃত্ব, দল বদলে সিলমোহর ঘিরে জল্পনা

এরপরই এদিন নিজাম প্যালেসে আসে গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল। তাকে জেরা করে তদন্তকারী অফিসাররা গরু পাচারকাণ্ডে কোন কোন প্রভাবশালী যুক্ত, পাচারচক্রের টাকা কোথায় কোথায় যেত, তার হদিশ পাওয়ার চেষ্টা করছেন।

সূত্রের খবর, সিবিআই আধিকারিকদের এনামুল জানিয়েছে “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। চক্রান্ত চলছে। কেন্দ্ৰকে ট্যাক্স দিই আমি।” এ প্রেক্ষিতে বেশকিছু নথিপত্র দিয়েছে সে। সেগুলি পরীক্ষা করে দেখছেন সিবিআই গোয়েন্দারা।

আরও পড়ুনঃ এনামুল-লালা যোগসূত্র সিবিআই তদন্তে

সোমবার বেলা ১২টা পর্যন্ত ছিল এনামুলের জামিনের মেয়াদ। তার আগে তদন্তকারীদের সামনে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল আদালত। সোমবার বেলা ১০.৪৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরের নীচে গাড়ি করে হাজির হন এনামুল।

এর পর সিবিআইয়ের আধিকারিকদের তিনি ফোন করে জানান, তাঁর করোনা হয়েছে। তখন করোনা পরীক্ষার রিপোর্ট দেখতে চান আধিকারিকরা। কিন্তু তা দেখাতে পারেননি অভিযুক্ত ব্যবসায়ী। এর পর তাঁকে দফতরে হাজিরা দিতে নির্দেশ দেন গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের পর তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here