হাতিহলকায় সাতদিনের ঈদ মেলার সমাপ্তি

0
179

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

শুক্রবার সন্ধ্যায় শেষ হলো সাত দিনের মিলন মেলা। খুশীর ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকায় বসেছিল “পবিত্র ঈদ উৎসব মিলন মেলা “। মেলার আয়োজন করেছিল হাতিহলকা গ্রামীণ
সমাজ উন্নয়ন পরিষদ। গ্রামীণ সমাজ উন্নয়ন পর্ষদের উদ‍্যোগে আয়োজিত এই মেলা এবছর ২৭ বছরে পা দিল। গত শনিবার পবিত্র ঈদ উৎসবের দিন সন্ধ্যায় কদমতলা বাজার ও চুয়াডাঙ্গা হাইস্কুল মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন হয়।

নিজস্ব চিত্র

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাতুয়ার মল্লিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীনেন রায়, গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী, রাষ্ট্রপতি প্রদত্ত “কবীর পুরস্কার” প্রাপ্ত পুরাতত্ত্ববিদ্ মহম্মদ ইয়াসিন পাঠান, খড়্গপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণচন্দ্র মাজী, সদর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গণি ইসমাইল মল্লিক, চুয়াডাঙ্গা হাইস্কুলের​ প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, পাঁচখুরী ৬/২ এর গ্রাম পঞ্চায়েত প্রধান সেক আব্দুল সাদেক, সমাজসেবী মুকুল সামান্ত, সমাজসেবী সেলিম মল্লিক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক প্রদ‍্যুৎ জানা, সমাজসেবী সব‍্যসাচী মন্ডল, সেক্ সেলিমুদ্দিন, মেলা কমিটির সম্পাদক পথিক মল্লিক, যুগ্ম সভাপতি ইমদাদুল পাঠান ও মহসীন গায়েন সহ স্থানীয় ১১ গ্রামের​ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।

নিজস্ব চিত্র

মেলার উদ্বোধনী মঞ্চে এবারের মাধ‍্যমিক ,উচ্চ-মাধ‍্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করা ৪৮ জন কৃতি ছাত্রীকে​ সম্বর্ধনা জানানো হয়। বিশেষ সম্বর্ধনা জানানো হয় এলাকায় প্রথম ছাত্র হিসেবে মালদা মেডিক্যাল কলেজে​ এমবিবিএস পাঠরত স্থানীয় চুয়াডাঙ্গা হাইস্কুলের কৃতি প্রাক্তনী রামনগর গ্রামের বাসিন্দা আশাদুল আলি খাঁন কে। মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয় যাত্রাপালা গান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। মেলা দেখতে প্রতিদিনই​ ভীড় জমিয়েছিলেন আশেপাশের ১৫-১৬ টি গ্রামের মানুষ জন।মেলা সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় জন্য সংশ্লিষ্ট সকলকে মেলা কমিটির পক্ষে ধন্যবাদ জানিয়েছেন পথিক মল্লিক, ইমদাদুল পাঠান, মহসীন গায়েনরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here