ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
সভ্যতা এগিয়ে যাচ্ছে-ভারত ডিজিটাল হচ্ছে। এমন সময়েও কর্নাটকের এক গ্রামে অচ্ছুৎ হয়ে রয়েছেন দলিতরা। সমাজের মূল স্রোত থেকে বাইরে থাকার পাশাপাশি প্রাণশঙ্কা নিয়েও বাঁচতে হচ্ছে তাঁদের।বেঙ্গালুরু শহর থেকে ৬৪০ কিলোমিটার দূরে কালাবুর্গি জেলায় অবস্থিত চান্নুর গ্রাম। এই গ্রামে মূলত পিছিয়ে পড়া মানুষদের বসবাস। এখানেও রয়েছে উচ্চবর্ণের অত্যাচার। যার জেরে কার্যত প্রাণ সংশয়ে ভুগছেন চান্নুরের দলিতরা।
গ্রাম থেকে ২০০ মিটার দূরে অবস্থিত কুয়ো থেকে পানীয় জল সংগ্রহ করেন গ্রামবাসীরা। গ্রামে আরও ৭টি কুয়ো রয়েছে শুধু উচ্চবর্ণের জন্য। ৪ বছর আগে গ্রামের উচ্চবর্ণের গোলাপ্পা কালাপ্পাগুড়া নিজের চাষের জমি এক দলিত বাসিন্দাকে ভাড়া দেন। সেই জমিতে কুয়ো বানিয়ে গ্রামের অন্য দলিতদের জলের ব্যবস্থা করা হয়।কিন্তু, সম্প্রতি কুয়ো থেকে জল তোলা নিয়ে আপত্তি জানান ঐ ব্যাক্তি। এরপর গত ৩১ অগস্ট জল তুলতে যান গ্রামের দলিত বাসিন্দারা। জল উঠলে, তা থেকে অদ্ভুত গন্ধ পান তারা। পুলিশে খবর দেওয়া হয়। পরীক্ষায় জানা যায় জলে কীটনাশক মেশানো ছিল।
কালাবুর্গির পুলিশ সুপার এস এস হুলুর জানিয়েছেন, এন্ডোসালফিন নামের এক কীটনাশক মেশানো হয়েছিল জলে। বিষাক্ত জল খেলে গ্রামের প্রায় সব দলিতের মৃত্যুর আশঙ্কা ছিল। তদন্তে পুলিশ জানতে পারে, এর আগেও দলিতদের পানীয় জল আটকাতে, মরা কুকুর, বিড়াল ও ইদুর কুয়োতে ফেলে দিতেন উচ্চবর্ণের লোকজন। পুলিশ FIR দায়ের করেছে।এদিকে, দলিতদের পানীয় জলের সংস্থান করতে অন্য ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। তবে প্রাণের আশঙ্কা এখনো যায়নি দলিতদের।
(ibtimes.co.in)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584