শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার থেকে বেআইনিভাবে ছোট ছোট সিলিন্ডারে গ্যাস ভরে বেআইনি ভাবে তা বিক্রি করা হচ্ছে, গোপন সূত্রে এমন খবর পেয়েছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দারা। সেইমতো নিউটাউন থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেআইনিভাবে গ্যাস বিক্রির গোডাউনে মঙ্গলবার দুপুরে হানা দিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। উদ্ধার হল ২৩ টি ছোট সিলিন্ডার এবং গ্যাস রিফিলিং করার সরঞ্জাম। তবে এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী পলাতক।
ইবি সূত্রের খবর, নিউটাউনের সুলঙগুড়িতে বাড়ি ভাড়া করে থাকত অভিযুক্ত। সেখানেই মূলত তথ্য প্রযুক্তির কর্মীরা ভাড়া থাকে। তাদেরকে চড়া দামে গ্যাস সিলিন্ডার ভাড়া দেওয়া হত। সূত্র মারফত খবর পেয়ে আজ দুপুরে ইবি অফিসাররা হানা দেয় ওই ব্যবসায়ীর বাড়িতে এবং গোডাউনে।
আরও পড়ুনঃ গাঁজা সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ
সেখান থেকে উদ্ধার হয় ২৩টি ছোট গ্যাস সিলিন্ডার এবং গ্যাস ভরার সরঞ্জাম। অভিযুক্ত যে বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়ির পাশে ঝোপের মধ্যে গোডাউনের হদিশ পায় ইবি অফিসাররা।
আরও পড়ুনঃ আসানসোলের ৬ কয়লা ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ সিবিআইয়ের
ইবি অফিসাররা আরও জানতে পেরেছেন, রাজারহাট, বাগুইআটি কেষ্টপুর, এয়ারপোর্ট, নারায়ণপুর সহ বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির ব্যবসা চলছে। আগামী দিনে ওই সমস্ত জায়গাতেও হানা দেওয়ার পরিকল্পনা রয়েছে ইবি অফিসারদের বলে সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584