উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
আগামীকাল মঙ্গলবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে দেখা করার জন্য নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।
চিটফান্ড কাণ্ড নিয়ে তদন্তে এবার কুণাল ঘোষকে জেরা করতে চায় তারা৷ সেই কারণে আগামিকাল, মঙ্গলবার বেলা এগারোটায় তাঁকে নিজাম প্যালেসে ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে জানাযায়, সারদা কাণ্ডের তদন্তে নেমে একাধিক নতুন তথ্য পেয়েছে ইডি, সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে ডাকা হয়েছে বলে খবর ৷ তবে তৃণমূল সূত্রে জানা গেছে, রাজনৈতিক ভাবে কুণাল ঘোষকে মোকাবিলা করতে না পেরে ইডির জেরার মাধ্যমে রাগ মেটাচ্ছে বিজেপি। ইডিকে ব্যবহার করছে বিজেপি বলে আরও অভিযোগ তৃণমূলের।
ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই সারদা মামলায় একাধিক নথিপত্র ও পেনড্রাইভ সংগ্রহ করেছে তারা। সেই নিয়েই ইডির আধিকারিকরা কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। ইডি মনে করছে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে একাধিক এই বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে৷
আরও পড়ুনঃ ভারতীয় বিদ্যুৎ ক্ষেত্রে চিনা হানা- রিপোর্টে প্রকাশ
ইডি সূত্রের খবর, সারদা কাণ্ডে একাধিকবার টাকার হাতবদল হয়। সেই টাকার লেনদেন সম্পর্কে কুণাল ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। তারা কুণাল ঘোষের বয়ান রেকর্ড করলেও করতে পারে। সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ৷ সেই সময় তাঁকে তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে৷ তৃণমূল তাঁকে সাসপেন্ডও করে। কয়েকমাস আগে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছেন৷ ইদানীং দলের হয়ে তিনি সভা থেকে সংবাদমাধ্যম, সর্বত্র সমালোচনা করছেন বিরোধীদের৷ ফলে ভোটের মুখে তাঁকে কেন তলব করা হল, তা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584