শুভম বন্দ্যোপাধ্যায়,কলকাতাঃ
আচমকাই কালীপুজোর আগে রোজভ্যালিকান্ডে চূড়ান্ত সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের খবর,রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সাউথ সিটির ৩টি ফ্ল্যাট খালি করার নোটিস দেওয়া হয়েছে। এর পাশাপাশি সংস্থার একাধিক অফিসে পড়েছে নোটিস।
আরও পড়ুনঃ শুভেন্দুর বাড়িতে পিকের টিম, জল্পনা তুঙ্গে
দিন কয়েক আগে ইডি-র প্রাক্তন স্পেশাল ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ করে, তদন্তে ঢিলেমি দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এতদিনেও গৌতম কুণ্ডুর ফোন বাজেয়াপ্ত করা হয়নি। রোজভ্যালির তদন্তকারী অফিসার মনোজ কুমারের বিরুদ্ধেও জমা পড়ে বহু অভিযোগ। দিন কয়েক আগে স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তাকে সরানো হয়।
আরও পড়ুনঃ মানভঞ্জন করলেন ‘বক্সিদা’, ঘরে ফিরলেন বেচারাম
বুধবার নতুন অ্যাডিশনাল ডিরেক্টর আসার পরই রোজভ্যালিকাণ্ড নিয়ে সক্রিয় হল ইডি। জানা গিয়েছে; গৌতম কুণ্ডুকে জেলে গিয়ে জেরাও করবেন তদন্তকারীরা। জেরা করা হবে শুভ্রা কুণ্ডুকেও।২০১৪ সালে রোজভ্যালিকাণ্ডের তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
পরের বছর, ২০১৫-র মার্চে গৌতমকে গ্রেফতার করা হয়। তখন যদিও তাঁর ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়নি। গৌতমের স্ত্রী শুভ্রা কুণ্ডুর সঙ্গে ইডি কর্তা মনোজ কুমারের যোগসাজশের অভিযোগও ওঠে। কিন্তু সমস্তটাই এক সময় থমকে যায়। এবার দ্রুত গতিতে তদন্ত শুরু করেছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584