টি-টোয়েন্টি বিশ্বকাপে সহজ জয় পেল ইংল্যান্ড

0
52

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের বিরুদ্ধে। শনিবার দুবাই স্পোর্টস গ্রাউন্ড-এ টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায়। কিন্তু একের পর এক টি-টোয়েন্টি ক্রিকেটের মহারথীরা সাজঘরে ফিরে যায়। সারা বিশ্বে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবচেয়ে বেশি খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ দলের এই অভিজ্ঞতাসম্পন্ন দল মাত্র ৫৫ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে ধরাশায়ী হয়ে যায়।

West Indies

বিশেষ করে আদিল রশিদ এর স্পিনের যাদুতে। ওয়েস্ট ইন্ডিজ দলে লেন্ডাল সিমন্স (৩), ক্রিস গেইল(১৩), শিমরান হেটমায়ার (৯), কইরেন পোলার্ড(৬), আন্দ্রে রাসেল(0) বিশ্বের সবচেয়ে বিখ্যাত টি-টোয়েন্টি লিগের মূল্যবান খেলোয়াড় মাত্র ৫৫ রানে অলআউট।

মইন আলী টিমল মিল্স ২ টি ও আদিল রশিদ মাত্র ২.২ ওভার করে ২ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন। এ পূর্বে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম স্কোর করেছিল নেদারল্যান্ডস শ্রীলংকার বিরুদ্ধে মাত্র ৩৯ রানে অলআউট হয়ে যায়।

আরও পড়ুনঃ হাইভোল্টেজ ম্যাচের আগে দল ঘোষণা করল পাকিস্তান

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকে চাপ পড়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ড ৬.১ ওভারে ৩৯ রানে চার উইকেট হারায়। জেসন রয় (১১,) ব্রেস্টতো (৯), মঈন আলী (৩) ও লিয়াম লিভিংস্টোন এক রান করেন। অধিনায়ক ইয়ন মরগান (৭) ও জস বাটলার (২০) ব্যাটে ভর করে ইংল্যান্ড ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়। ম্যাচের সেরা স্পিনার আদিল রশিদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here