অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
জীবনের প্রথম টেস্ট খেলেছিলেন ভারতের বিরুদ্ধে। সেই ভারতের বিরুদ্ধেই জীবনের শততম টেস্ট খেলতে নামবেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতকে ভারতের মাটিতে হারানো যতই কঠিন হোক না কেন ইংল্যান্ড অধিনায়ক কিন্তু আশাবাদী।
২০১২ সালে সেই সিরিজেই অভিষেক ঘটেছিল রুটের। আর সেইবারই ব্রিটিশরা তথা কোনো বিদেশী দল ভারতের মাটিতে ভারতকে হারায় সেই প্রসঙ্গে রুট জানান, “প্রথম যখন খেলতে এসেছিলাম ভারতে, বুঝতেই পারিনি সেই সিরিজ জয় কতটা বড় ছিল। খুব ছোট একটা অংশ ছিলাম সেই সিরিজ জয়ের। সব সময় স্বপ্ন দেখতাম ইংল্যান্ডের জার্সি গায়ে চাপানোর সেই স্বপ্ন যখন সত্যি হল একশো টেস্ট খেলে তাতে আমি খুশি।
আরও পড়ুনঃ বাতিল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড
ভারতকে চারটে টেস্ট হারানোর রসদ আমার মধ্যে রয়েছে। আমি আত্মবিশ্বাসি এই সিরিজ জেতার ব্যাপারে। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়ে ঘরের মাঠে সিরিজ। ভারতের জন্য প্রত্যাশার বিপুল চাপ থাকবে। আমরা জানি ভারতে এসে ভারতের বিরুদ্ধে খেলা কতটা কঠিন। তবে তার জন্য তৈরি আমরা। লড়াই হবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584