নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনা উপেক্ষা করে ইংল্যান্ড সফর গেছে টিম পাকিস্তান। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলো ব্রিটিশরা। পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করল ইংল্যান্ড৷ আগামী দিনে পাকিস্তানের মাটিতে টি-২০ সিরিজ খেলতে কোনও অসুবিধা নেই ইংল্যান্ড দলের কোচ ক্রিস সিলভারউডের।

তিনি এক সাক্ষাৎকারে বলেন,‘ আমার কাছে এটি আলোচনার দুর্দান্ত বিষয়৷ ব্যক্তিগতভাবে, আমার যেতে কোনও সমস্যা হবে না৷ কখনো যাই নি তাই নতুন অভিজ্ঞতা হবে যদি ইসিবি চায় আমরা যেতে প্রস্তুত। আমাদের ব্যাটসম্যানরা ওদের পিচে ব্যাটিংয়ের অপেক্ষায় রয়েছে। আমরা সেই পরিকল্পনার দিকে এগোচ্ছি৷’
আরও পড়ুনঃ আইপিএল টাইটেল স্পনসর হওয়াতে এগিয়ে জিও, বোর্ডের চিন্তা স্বার্থের সংঘাত নিয়ে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খানও ইসিবি-কে অনুরোধ করেছে যে, তারা ২০২২ সালে সফরে পাকিস্তানে তাদের টি-২০ দল পাঠায়৷ না-হলে তারা সমস্যায় পড়বে৷ প্রসঙ্গত ২০০৫-০৬ সালে শেষবার পাক সফরে গিয়েছিল ইংরেজরা। তারপর নিরাপত্তার অভাব বোধ করা শ্রীলঙ্কা দলের উপর জঙ্গি হানার পর তারা আর যান নি ইমরানের দেশে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584