কবির হোসেন, স্পোর্টস ডেস্ক:

হেডিংলি টেস্টে চালকের আসনে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষ ইংল্যান্ডের স্কোর ৪২৩/৮। ইংল্যান্ড লিডস টেস্টে দ্বিতীয় দিনে ৩৪৫ রানে এগিয়ে আছে। প্রথম দিনের বিনা উইকেটে ১২০ রানের পর বৃহস্পতিবার খেলা শুরু হলে প্রথম থেকে আধিপত্য বিস্তার করা দুই ওপেনার জুটি ১৩৫ রানে শেষ হয় রোরি বার্নস (৬১) রানে মোহাম্মদ সামির বলে বোল্ড আউট হন, হাসিব হামিদ (৬৮) কে জাদেজা ফেরান ।এরপর অধিনায়ক জো রুট ও ডেভিড মালান তৃতীয় উইকেট জুটিতে ইংল্যান্ডকে ভালো জায়গায় পৌঁছে দেন। ডেভিড মালান (৭০)ফিরে গেলেও জো রুট তৃতীয় টেস্টেও শতরান (১২১)করেন ।চলতি সিরিজে পরপর তিনটি টেস্টে শতরান করেন। এছাড়া জো রুট প্রথম ইংলিশ ব্যাটসম্যান যিনি ভারতের বিরুদ্ধে আটটি শতরান করেছেন । ভারতীয় দের মধ্যে মোহাম্মদ সামি তিনটে, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ দুটি করে উইকেট পান।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584