নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ম্যাঞ্চেস্টার টেস্টে চালকের আসনে পাকিস্তান। প্রথমে ওপেনার শান মাসুদের ১৫৬ রানের অনবদ্য ইনিংস, পাকিস্তানকে প্রথম ইনিংসে স্কোর ৩২৬ রান করতে সাহায্য করে। দ্বিতীয় দিনের শুরুতেই বাবর আজম ৬৯ রানে আউট হয়ে যান। এরপরে শান মাসুদ টেস্টে সেঞ্চুরির হ্যাটট্রিক করে নজির গড়লেন।
সর্বকালের সেরা পাক ওপেনার শাহিদ আনোয়ারের পর দ্বিতীয় পাক ওপেনার হিসাবে নজির গড়লেন মাসুদ। জবাবে চাপে ব্রিটিশরা। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান ৪ উইকেটে ৯২।
আরও পড়ুনঃ বিরাটের নেতৃত্বে খেলতে মুখিয়ে ফিঞ্চ
ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে জোর ধাক্কা দেন দুই পাক পেসার মহম্মদ আব্বাস ও শাহিন আফ্রিদি। বার্নস, সিবলে, রুট ও স্টোকসদের উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড। আব্বাসের ঝুলিতে ও শাহিন আফ্রিদি দুটি করে উইকেট নেন। তৃতীয় দিন শুরুটা খুবই গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584